একরাশ অভিযোগ প্রতিদিন জমা হয়,
হৃদয় দপ্তরে...
পূর্বাভাস পেয়েছিলাম
বিস্ফোরণের,
তবু আটকাইনি কলমকে;
স্বমহিমায় জ্বলছে যখন জ্বলুক না...
জীবনের চোখ জুড়ে দেখলাম,
কেউ তো ভাঙতে পারেনি বিভেদ,
মনের অনুর্বর ক্ষেতে
ফসল ফলাতে;
যতগুলো বীজ পুঁতি,
জল ঢালি
সবটুকু বৃথা গিয়ে হয়
মানবতার ক্ষয়।
ওরা তো ঠেকাতে পারেনি;
ক্ষেতে ইঁদুরের বসবাস!
শস্য চুরির ইতিহাস!
যত সূক্ষ্ম পরিকল্পনা,
তত সূক্ষ্ম ব্যবধানে ইঁদুরের জয়।
অবশেষে আজ ধ্বংসের মুখে সমাজ।
প্রত্যেকটা দিন আমি চলেছি মৃত্যুকে চ্যালেঞ্জ করতে করতে,
নিজেকে বাঁচাতে বাঁচাতে,
মৃত্যু যে একেবারে দেহ-মনের মৃত্যু।