দিনের ঝলমলে আলো,
ম্লান হচ্ছে সময়ে সাথে;
অন্ধকার নামছে পৃথিবীর বুকে।
জনস্রোত ক্রমশ সরু হয়ে যাচ্ছে,
অন্ধকারে অস্পষ্ট তাদের দৃষ্টি;
রাস্তা ভুল করছে পথিকেরা।
ক্রমে অন্ধকারে মিলিয়ে যাচ্ছে তারা,
আমিও তাদেরই একজন আজ!
শূন্যতায় ভরে উঠছে সময়,
ফাঁকা হচ্ছে রাস্তাঘাট..
খাঁ খাঁ করছে চারিদিক।
বিষন্নতা ছড়িয়ে পড়েছে এবার;
বিষাদগ্রস্ত হচ্ছি আমি..
একাকীত্ব কুরে খাচ্ছে অস্তিত্ব!
মন খারাপের দায় নেই কারও..