আমার সুখী জীবন প্রবাহে
আজ তুমি আবছা।
তবু ভিতর ভিতর
একটা চাপা আর্তনাদ আছে,
তা কখনও চুঁইয়ে পড়ে
ফোঁটা ফোঁটা হয়ে;
তবে আবডালে..
ঠিক তারপরে তুমুল উৎসবে মাতি,
চনমনে ফুরফুরে মেজাজে অন্যমনা হই..
তবু মনকে বলেছি:
মনের ভিতর মন 'মনে রেখো' তাকে..
কত সাধ ছিল তোমার আমাকে নিয়ে,
লাল বেনারসি তে নিবিড় করে
বাঁধবে সারাজীবনের মতো,
একবুক আদর দেবে আমায়..
বাড়িঘরে আমার সবুজ স্বপ্ন মাখা,
তবু চারিদিক করে শুধু খাঁ খাঁ,
তোমার হদিশ নেই বলে..
তবু মনকে বলেছি:
মনের ভিতর মন 'মনে রেখো' তাকে..
আর কোন কথা নেই আজকাল,
অতলে ডুবি আর ভাবি;
তুমি কি অতটা চাওনি,
ঠিক যতটা আমি!
অনন্তকাল জ্বলবে এ প্রশ্ন..
মন জানে সে উত্তর,তাই..
মনের ভিতর মন মনে রাখে তাকে..
যেদিন এ ঘরবাড়ি ছেড়ে,
সম্ভবনার বীজ রোপণ করতে যাব;
কথামত পেলাম না ভালোবাসার উপহার।
কথা ছিল নিয়ে যাব সাথে,
সবুজ বাক্স..
তাতে নিজে হাতে এঁকে দেবে,
লাল গোলাপ..
সাদা কালি দিয়ে যত্নে,
লিখে দেবে 'মনে রেখো'..
মন জানে তুমি আবছা এখন,
তাই মনের ভিতর মন মনে রাখে..