আমি ভালোবাসি ঝরে যাওয়া ফুল,
নিভে যাওয়া দীপ,
অতীতের দিন!
এতদূর পড়ে হাসাহাসি করে ;
সতীর্থের দল।
এ তো ভীষণ বোকামি,
বোকামিই বটে..
অতীতের ধুলো ঘেঁটে,
কালি মেখে,
কে বা বাঁচে?
যদি বলি সবই তো অতীত হয়,
হোক সে ভালোবাসা-বাসি কিংবা তোমাদের হাসাহাসি!
প্রতি মুহূর্ত করে আমাদের অতীত..
আমি তাই ভালোবাসি,
ঝরে যাওয়া ফুল,
নিভে যাওয়া দীপ,
অতীতের দিন..
জানি একদিন,
এই সতীর্থের দলই কোনওভাবে
আমাকেও,
রেখে দেবে অমলিন..