রাতের আকাশে আজ প্রতিপদে্র চাঁদ,
ঘুটঘুটে অন্ধকারে তাই দোতলার ছাদ।
অন্ধকারের পেট চিরে আলো ছড়াচ্ছে চন্দ্রমা,
বুকের মধ্যে পাঁজর ভাঙ্গছে জমানো যন্ত্রনা,
ঘড়ির কাঁটা তখন সবে দশটা ছুঁইছুঁই;
অপারেশন টেবিলে তখন অচৈতন্য তুই,
সুতীব্র ঠান্ডা হাওয়া যখন আমায় ছুঁয়ে দিচ্ছে
সন্তর্পণে তখন তোর পেট চেরা হচ্ছে।
চিরে ফেলা অংশ দিয়ে রক্ত তোর যাচ্ছে;
ক্রমে ক্রমে রক্তস্রোত শীতল আমার হচ্ছে।
দেহের উপাঙ্গ তোর কেটে নিল ওরা,
পালা এখন তোর চৈতন্যে ফেরা,
ধীরে ধীরে সংজ্ঞা তোর ফিরছে যখন
দোতলা বাড়িটাও চন্দ্রায়িত হচ্ছে তখন।