যার হুঙ্কারে ছিন্নভিন্ন জীবনের শিকড়-বাকড়,
যার নির্দেশে চিৎ হয়ে;
নীল নীল মুখগুলো
সাদা সাদা চাদরে ঢেকে,
আগুনের টিপ পরছে!
তার নিশানায় আমিও আসতে পারি আজ,
দাঁড়াতে পারি দিন-রাতের মাঝে,
তুমুল অন্ধকারের বুকে
হঠাৎ পিছলে,
যেতে পারি রাতে!
কাল তবে তোমার কল্পনার
নক্ষত্র হব আমি।
তবুও সমাজ জানে,
এ রাতের আধো আধো
ঘুম ভেঙে  কালই আসতে
পারে নতুন সকাল।