পথ চলতে তোমার সাথে হচ্ছে প্রায়ই দেখা,
পাই না সাহস একান্তে যে বলব কিছু কথা।
নিত্যদিন তোমায় দেখি নিত্যনতুন লাগে,
নিত্য তোমার প্রেমে পড়ি আবার নতুনভাবে।
পড়ে মনে....
প্রথম দেখা কলেজ করিডোরে,
আগন্তুক দাঁড়িয়ে তুমি বারান্দারই এক কোণে,
সেদিনও তো হয়নি সাহস বলতে কোন কথা।
আগ বাড়িয়ে তুমিই এলে,শুরু হল কথা।
মনে পড়ে সেই কথাটা.....
মঞ্চে তুমি আছো দাঁড়িয়ে,
নীল পাড় আর হলুদরঙা তাঁত শাড়ী তে;
চোখ দুটি তো কাজল কাটা তোমার,
কাজল যেন মানায় তাতেই বেশ।
অলোকরাজিও উঁকি মেরে দেখে চোখের তারা,
রবী ঠাকুরের "ভুল স্বর্গের" মতোই তোমারও বেলা!!
কবিতারাও পায় প্রাণ তোমার কন্ঠ পেলে,
ইচ্ছে করে...
বলি তোমায় নাইবা হলাম কবি!!
তোমার কথাই ছন্দ নিয়ে সাজাই আমি যদি?
না হয় কিছু শব্দ পাল্টে, নিও তোমার কন্ঠে;
জানবে সবাই কবি নয় 'সোনালীর প্রেমিক'কে..