নীরব আমি বসে আছি একলা ছাদের মাঝে
    ব্যাস্ত তখন সকল মানুষ দীপাবলির কাজে,
    একটি প্রদীপ জ্বলছে কেমন ছাদের মাঝে;
     যেমন করে আছো তুমি মনের কাছে।
     আমি তখন ভাবছি বসে অতীত কথা
      তুমি হয়ত লিখছ বসে গানের ভাষা,
      যেমন করে সুর তুলছো গানের ভাষায়
       তেমনি করে তাল ছন্দে কবিতা মেলাই।
       কত কথা ভাবছি বসে আকাশ তলে;
      ব্যাস্ত তুমি না হয় তখন ছন্দ মিলে,
      তখন হঠাৎ ঝর ছিল এক মরা তারা;
       চেয়ে নিলাম মন্দ তোমার শত্রু যারা।
      তুমি তখন উৎসবে তে রয়েছো মেতে,
      জীবন আমার থমকে আছে সেইখানে তে;
     ছাদের মাঝে প্রদীপ তখন গেছে নিভে,
    একলা আমি বসে তবু ছাদেরই এক কোনে;
     স্বপ্ন জাল বুনছি শুধুই আপন মনে।