তোমার বুঝি মন খারাপ হয়না?
এই যে দেখো হঠাৎ করেই,
আকাশ কেমন কালো হল
কষ্টি কালো মেঘ জমলো,
অঝোর ধারায় বৃষ্টি নামালো বহুক্ষণ;
টের পেলে না কেবল তুমি..
মন খারাপ হয়না তোমার?
আবার কখন বৃষ্টি থেমে,
কাঠফাটা রোদ বেরিয়ে পড়ে;
টের পাওয়া না শুধু তুমি..
মেঘ-রৌদ্রের এই যে খেলা,
মন ছোঁয় না কেবল তোমার..
কেন বল না?
তুমি বললে, আকাশ কালো,
আমি বললাম:
তো?
এতে আমি মন খারাপ করব কেন?
আমার মনে যে মেঘ জমলো;
নিকষ কালো মেঘ।
কড়াৎ কড়াৎ বাজ পড়ল মাথায়!
টের পেল কি তোমার আকাশ?
টের পেলে কি তুমি?
তারপর যে ঘন মেঘ,
ঝরে পড়লো বৃষ্টি হয়ে।
বহুদিন বৃষ্টি হল অবিরাম,
টের পেলো না তোমার আকাশ।
মনের মধ্যে হ্রদ হল..
কেন জানলো না তোমার আকাশ?
তাতে তো কই রাগ করিনা আমি,
মন খারাপও হয়না তুমি জানো।
আমি তো কই প্রশ্ন তুলি না।
তুমি বললে:
তর্কে তুমি অনেকরকম,
তোমার সঙ্গে পারব নাকি!
নিজের মধ্যে ইচ্ছে মতো,
গড়ে রাখব তোমায়,
তুমি কেবল তর্ক করবে,
হারতে থাকব আমি।
আমার তবু মন খারাপ হবে না।