আমার জীবন নিয়মকানুন মানে,
তবুও তোমরা নিন্দা কর আমায়।
ওরা আমাকে বন্দী করে খাঁচায়,
সীমাবদ্ধ করে জটিল ছকে,
শুধু তোমাদের প্রশংসা নেবে বলে!!
খাঁচায় যেমন শান্ত দেখ আমায়,
সে তো আমার মৃত সত্তা মাত্র।
তবুও তোমরা নিন্দা করে চলো,
আমার আমি কে গুঁড়িয়ে ফেলবে বলে।
কেমন করে বাঁচবো তোমরা বলো!!
এই গতিহীন ক্লান্ত জীবন নিয়ে?
এখন বড় অনিয়মিত আমি,
বেঁচে থাকার রাস্তা নতুন খুঁজে,
খাঁচার জীবন ভাঙবো আমি নিজেই।
মনের ভেতর অনেক রকম ব্যস্ততা,
নতুন নতুন সৃষ্টি করতে চাই..
ছকে বাঁধা জীবন ফেলে রেখে;
অজানা রাস্তায় হেঁটে দেখতে চাই..
নতুন সৃষ্টি আমার দ্বারা হবে,
নিয়ম ছাড়া জীবন আমার হবে,
চলব হেঁটে একলা পায়ে আমি..
তোমরা শুধু নিন্দা করে যেও,
শক্তি পাব একলা চলার পথে..