শহরের বুকে আজ শোকের মিছিল,
ফুসফুসে তার জমেছে তোমার চিতার ছাই
আমার শরীরের সব ঘৃণা নিয়ে ফুটে ওঠা রজনীগন্ধার আকাল শহরে..
তোমার মৃত্যু শোকের তীব্রতা আমি সারা শহরে ছড়াব..
এ শোক সারা শহর আকন্ঠ পান করে যাবে..
তোমার শোকের মিছিলে পা মেলাবে এ শহর..
এ কবিতার সব পাঠক..
শহরের সমস্ত রজনীগন্ধা,
পুড়ে যাবে চিতার আগুনে!
তুমি বেঁচে থাকবে কবিতার অক্ষরে অক্ষরে..
অজান্তেই পাঠক পান করে যাবে এ শোকের গ্লানি..
তুমি এইভাবে বেঁচে থেকো..