অগোছালো ঘরে আমার হৃদয় নেই,
মেঘহীন জ্যোৎস্না ভরা আকাশে আমার হৃদয়..
এমনই তো ভালো আছি বহুকাল..
অরণ্যের বনস্পতির মতো এমন
স্বপ্ন মেখেই ,
জেগে থাকি সারারাত,
ইশারায় কথা বলে,
প্রণয়ের আলো জ্বেলে,
এমনই তো আছি বহুকাল..
স্নিগ্ধ হাওয়া গেলে বয়ে,
বলে যাই..
চুপিচুপি তোমাকেই ভালোবাসি, বাস্তবেও তোমাকেই চাই,
এমনই তো আছি বহুকাল..
কখনো তো ভীরু পায়ে আলিঙ্গনে এসো..
তবে তো বুঝবে ;
কীভাবে ভালো আছি,
আমি বহুকাল..