তোমার মাতাল করা আবেশ আমায় নিয়ে যায় অতিজাগতিক ভাবনায়,
তোমার শব্দের ঝর্না আমায় এনে দেয় প্রাণের অনুরনণ,
তোমার মিষ্টি হাসির ছন্দে আমার জাগায় ইন্দ্রিয়ের স্পর্শকাতরতা,
তোমার অভিমানের আঁচ শুধু আমার হৃদয়ের কম্পাঙ্কে পরিমিত হয়,
তোমার চুলের বন্যায় খুজে পাই অস্থির মনজগতের স্থিতিশীলতার দিশা,
তোমার রক্তিম ঠোঁটের ছোঁয়া আমায় দেয় যৌনতার ক্লোরোফিল,
তোমার গভীর চোখের মায়াবী দৃষ্টি অন্তর্ভেদী নি;শব্দ সঞ্চারী সঞ্জীবনী,
তোমার গালের লালিমা শুধু ম্লান করে দেয় গোধুলীর বর্ণচ্ছটা,
তোমার মরালীর মসৃণ গ্রীবা সৌন্দর্য্যের অমিত্রাক্ষর রচনা করে,
তোমার উদ্ধত কোমলতায় মুখ ডুবিয়ে আমি খুঁজে ফিরি শিউলীর সৌরভ,
তোমার উদ্ভ্রান্ত উপত্যকায় আমি শুধু পাই রজনীগন্ধার স্নিগ্ধতা,
তোমার নাভি থেকে উঠে আসা গন্ধে আমার পৌরুষের নমন,
তোমার অদৃশ্য গোপনতা আমার দুঃসাহসিক অভিযানের পাথেয়,
তোমার শ্বেত শুভ্র পেলবতা আমায় এনে দেয় দিগন্তের দিশা।
তোমার স্বপ্নে আমি জেগে উঠি আকাশের নীল তারাকে সাক্ষী করে।