একরাশ অভিমানভরা সেই ম্লান হাসি আমায় এনে দেয় রিক্ত হতাশা ,
একদিনের না বলা কথা এনে দেয় অবাক অস্থিরতা-
আমার মনের বাগানে সযত্নে লালিত লাল গোলাপের পাপড়ি হারায় সজীবতা,
পৃথিবীর পথে চলমান প্রাণ খোঁজে নিজের হারানো কম্পাঙ্কের মিল,
ফিরে পাওয়া হাসি আর উচ্ছল তিতলি ও বাঁধা পড়া জালে -
শুধু হৃদয়হীন মস্তিষকের চলমানতা আনে সংসারের অমোঘ স্থিরতা।
ঘুমন্ত রাজকন্যার শিয়রের জীওনকাঠি আমার হাতের মাঝে কেঁপে ওঠে,
সাইক্লোনের পাগল হাওয়া উড়িয়ে নিয়ে যায় কঠিন বাস্তবের যন্ত্রণা,
বন্ধ জানলার কপাট ভেঙ্গে এনে দেয় উদ্দাম উচ্ছল বাতাসের ঢেউ-
আজ ও বেঁচে আছি দুরদুরু বুক নিয়ে, একরাশ হাসিমাখা ভালোলাগা নিয়ে,
আজ ও বেঁচেআছি কিছু শব্দের আশায়, স্পর্শের অনুভুতির স্মৃতি নিয়ে-
পারবে না কেউ কেড়ে নিতে তাঁরে আজি সহজে-সে তো অন্তর্যামী জানে,
প্রতিটি আগামী দিনের আশা বুকে বেঁধে জেগে উঠি প্রতিদিন মোরা নতুন সুর্যের ,
বিধাতাকে দিয়ে লিখিয়ে নেব যে নতুন দিনের আপন সুরে বাঁধা গান।