কিছু কথা কিছু হাসি কিছু পরিচয় কিছু মুহুর্ত কেটে গেল অমলিন আনন্দে,
কিছু স্মৃতি ছিল ছায়াঘেরা কিছু আশা কিছু আলোচনা ,
অপেক্ষার দৃষ্টিঘন কিছু বাকী ছিল কাছে পাওয়া-
কেটে গেল আজকের সন্ধ্যা।
আনন্দ ঘেরা শুন্যতা ছিল ফেরবার পথে,
স্ফুরিত বাক্যে বোঝাবার নেই কোন স্থান-
খালি চোখ ফিরে ফিরে চায় হেথায় হোথায় ,
খুঁজে ফেরে অনিবার্য্য তাঁরে যারে মন কাছে পেতে চায়।
হারানো স্মৃতির নুড়ি ছড়ানো চারিধারে এ শহরের ,
তবু কেন যেন শুধু আকাঙ্খার দোলা মনে
নতুনের মায়াজালে পাশবদ্ধ আমি
শুধু জেগে ওঠে সেই হাসি সেই মুখ আগে দেখি নাই যারে ।
কৈশোরের স্মৃতি ভরা ঘড়া ছিল কানায় কানায় ভরা,
তবু অপরাহ্নের দেখা পাওয়া একরাশ ভাললাগা
শুধু অপেক্ষায় রইব যে বেঁচে নতুন আশায়-
পৃথিবীর রং যেন বয়ে যায় মনের স্রোতে।
ফিরে যাব সেই চেনা জগতে আবার
শুধু সাথে নিয়ে পলকের স্মৃতি স্পর্শ গন্ধ-
নতুন আশার আলো দিগন্তে ভেসে ওঠে
ফিরে যেন পাই বারে বারে তাঁরে আপনার তরে।