তোমায় দেখবো বলে অপেক্ষায় ছিলাম দাড়িয়ে রাস্তার ধারে-
চলমান স্রোতে নজর ফেরে এদিকে ওদিকে যদি এসে পড়ো,
একবুক আশা আর বুকের কাঁপন- ফিরে পাই জীবনের সেই হারানো রং,
দুর হতে দেখা দেয় এক ফালি রং ফিকে হতে হয় অতি স্পষ্ট-
আমার স্পন্দন থেমে যায় পৃথিবী আবর্তিত আপন কক্ষে।
মৃদু হাসি মন্দ লয়ে যেন পদার্পণ -
আমার আপন পৃথিবীতে এক ডালি ভালোবাসা নিয়ে,
বয়ে যায় সময়ের অনুক্ষন - কিছু হাসি কিছু কথা কিছু নীরবতা,
হাতে হাত রেখে শুধু ছিল ভালোথাকার অঙ্গীকার-
একান্ত আপনার সেই মুহুর্তের ছবি আঁকা হয় হৃদমানসপটে,
ফিরে যেতে চায় না তো মন সেই আপনার চেনা পৃথিবীতে-
যেথা খালি অধিকার আর কর্তব্যের বাঁশি করে সচেতন,
বিধাতার লেখনীতে আঁকা সেই ছবি -গুমরে মরে দীর্ঘ নাভিঃশ্বাসে
শুধু যদি ফিরে পেতে চাই এ পৃথিবী যা রাঙ্গিয়ে নিতে চায় আপনার রং এ।
নিঃশব্দ মুহুর্ত গুলো সোচ্চারে জানাতে চায় শুধু তার অস্তিত্ব,
সেই দৃষ্টির আশ্বাস তুমি দিলে যারে নিয়তির রূপ-
শুধু আজ ফিরে পেতে চাই প্রতিটি দিনের তরে- কি অবুঝ বায়না বলোতো?
হয়তো বা যেতে যেতে মন চায় শুধু দেখিবারে এক মুঠো হাসি,
ভেসে আসে রাস্তার পাড়ে ব্যালকনি হতে - রং বদলায় আমার পৃথিবীর,
এল অবশেষে বিষাদের ছায়া মাখা বিদায়ের বেলা,
দৃষ্টিতে বিনিময় নীরব অঙ্গীকারের - শুধু ভাল থেকো তুমি।