আমার অপেক্ষায় কোন ক্লান্তি নেই আছে শুধু কিছু নীরব শুন্যতা-
আমার দৃষ্টিতে কোন অভিযোগ নেই আছে শুধু অব্যক্ত কিছু রিক্ততা,
আমার স্বপ্নের মাঝে নেই কোন ফাঁক আছে শুধু কিছু ইচ্ছের দানা বাঁধা,
আমার ভাবনার মাঝে শুধু আঁকা আছে - বাধনহীন জীবনের জয়গান।
আমার শব্দের মাঝে জেগে ওঠে আজ নিরুচ্চার হাহাকার-
আমার জীবনের আবর্তন শুধু ফিরে পাওয়া কম্পাঙ্কের চারিধারে,
আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে আজ শুধু কিছু সময়ের স্মৃতির অনুরনণ,
আমার মনের আসরে জল্সার সাজ সাজ রব ছিল কোন শিল্পীর তুলির টানে।
আমার জেগে থাকা হয়তো শুধু কিছু উচ্চারিত শব্দের আলৌকিক আশা,
আমার দুচোখের দিশা খুজে ফেরে চেনা দুটো হাসিমাখা  আঁখি তারা,
আমার রক্তের স্রোতে বহমান শুধু তারি পানে চাইবার তরে উন্মুখ এক নেশা ,
আমার চিন্তার মাঝে শুধু উঁকি ঝুকি মারে একফালি বুনো হাসি।
আমার অপেক্ষায় কোন ক্লান্তি নেই আছে শুধু কিছু পলকহীন ক্ষণের দুর্নিবার আশা ।