নিঃশব্দ রাতের এক মুঠো ভিজে উষ্ণতার অপেক্ষায় কেটে যায় পল-
আকাশ  চিরে নেমে আসা বিদ্যুতের ঝলকে আমার সময়ের সরণী বাধা পায়-
এক টুকরো ঝলমলে হাসির ক্ষণিকের স্মৃতি ,
স্বপ্নপাড়ের দুর থেকে ভেসে আসা সেই কিছু শব্দের ঝঙ্কার-
নিঃসঙ্গ আকাশের বুক থেকে নেমে আসা তারারা আমায় সঙ্গ দেয়,
আমার পৃথিবী স্মৃতির আলোয় ভেসে যায় -
স্পর্শের মাধুরী বয়ে যায় নিঃসর্গের অতলতায়,
যে রূপে পেয়েছি সেই বনলতার গভীর অনুভুতি।


নতুন বর্ষার ভরা নদীর কলধ্বনি ভেসে আসে  দুর হতে -
আমি প্রাণ ভরে ভিজে মাটির গন্ধ নিয়ে নি ফুরিয়ে যাওয়ার আগে,
জানলার বাইরে বয়ে যাওয়া মৌসুমী হাওয়ার ফিসফিসানিতে সেই নাম ,
বিধাতার ভাগ্যলেখনীতে আঁকা ছিল বিরহের সুরগাঁথা-
উদাস চোখের তারারা হারিয়ে যায় মেঘের দেশের পারে ,
খুঁজে ফেরে নামের রেখা যদি লেখা থাকে গাংচিলের পাখায়-
আমি শুধু আজ ও জেগে আছি তোমার স্মৃতির অনুকণা কুড়িয়ে।