আমার বিষণ্ণতার ছায়া পড়েছে অন্ধকার আকাশের  ম্লান চাঁদের গায়ে-
নিঃসর্গের নৈঃশব্দ শুধু খুঁজে ফেরে অন্তরাত্মার গুঞ্জন,
ভিজে বাতাসের শব্দহীন ভাষা আমায় ছুয়ে যায় বন্ধুত্বের পরশে,
প্রকৃতি আমায় দিয়েছে আমার অন্তরের মণিমালা,
গাছ পাতা রাতজাগা পাখী সঙ্গীদের কলোরব আমার একমাত্র সঙ্গী-
আমার নিশাচরী বহুদুরে রাতজেগে বসে কথার বুননে গাথে স্বপ্নগাঁথা।
একমুঠো ঝুরঝুরে জ্যোত্স্না হাতছানি দিয়ে যায় জানলার পারে-
দুর আকাশের শুকতারার হাতে আমি পাঠাই একফালি খবর ,
নিশাচরের বার্তা বাহী বয়ে নিয়ে যায় সে বার্তা ছেড়া মেঘের কোলে ,
যোজন দুরে বসে যেথায় বুনছে কথামালা স্বপ্নপরীর সহজ বেশে-
মিষ্টি হাসির এক ঝলকে শুধু ফিরিয়ে দেয় উত্তরের একটুকরো ইশারা।
ভেসে আসা গানের কলিতে মাখানো আশাবরীর সুরছায়া-
সাদা দেওয়ালের গায়ে অসীম শুন্যতায় বোবা ভাষার আঁকিবুকি,
কলমের আঁচরে রূপ পায় ভাবনার ছেড়া কিছু টুকরো-
আয়নার সামনে দাড়িয়ে ফেরত দি সেই হাসির টুকরোখানি,
অলস বিছানার সাদা চাদরের হাতছানি একরাশ নিঃসংগ মুহুর্তের ছবি,
গহীন রাতের অশরীরি ভাবনা ফিরিয়ে দেয় অস্তিত্বের অনুভুতি-
আমি, সে ও একটি আবর্ত।