কাজের নামে ঘুম পেয়ে যায়-
দায়িত্ব আমার ঘাম ছোটায়,
আড্ডাতে আমার আসক্তি
আসলে আমি গুনী ব্যাক্তি।


রাজনীতিতে জন্ম সিদ্ধ
সহজেই আমি হই ক্রুদ্ধ,
নেতাদের কথায় গলে যাই
ঘুসের পয়সায় ভাল খাই।


দেশে আমার শিল্প নাই
কৃষির নামে গাজন গাই,
ভোটের নামে পাগল মোরা
ভালোই লাগে হুজুগে ওড়া।


আমাদের আছে রবীন্দ্রনাথ,
শতক ধরে দেবেন সাথ,
ভাঙ্গিয়ে খাব জীবন ভর,
কখনো হবে না পর।


অতীত নিয়ে গুলতানি,
আজ আমাদের পারানি,
তাই বলে ভাই করব না কাজ
যতই বোঝাও আমরা নারাজ।


কাজের সময় পেপার পড়ি,
খেলার মাঠে কাড়াকাড়ি,
কেউ বলে না বাড়াবাড়ি
সংসকৃতির দোহাই পাড়ি।


দিয়ে আমি অফিস ফাঁকি
ইডেনের গেটে মারি উঁকি,
দিদির সাথে বাদশা নাচে
করের টাকায় নিজের ধাঁচে।


চাকরী যদি নাও বা জোটে
মাটির কাজ সবাই বাঁটে,
দাদার কথায় রক্ত ঝরাই
মদের সাথে চাখান পাই।


গর্বে আমার দশ হাত বুক
এমন দেশে মরেও সুখ,
শিল্প নয় কৃষি ও নয়
কাজে আমার সত্যিই ভয়।