আমি নতুন করে চিনতে গিয়ে তোমায়
মেঘের কোলে উড়ে এলাম,
ইচ্ছে পাখী ডানা মেলে
বাতাসেরে সাক্ষী রেখে
বুনো হাঁসের পাখায় আমার
নামটি শুধু রেখে গেলাম।
প্রথম যেদিন মিষ্টি হাসি
ঠোঁটের কোনে দেখেছিলাম,
কৃষ্ণকলির চোখের তারায়
কিসের ঝলক পেয়েছিলাম-
চাঁদের দেওয়া নরম আলোয়
স্বপ্নঘোরে হারিয়ে গেলাম।
সেই যে শুরু নেই কোন শেষ
মনের মাঝে হাসির সে রেশ,
ভাবতে গিয়ে মনের দুয়ার
আগল খুলে দিলাম আবার-
নীল আকাশে ইচ্ছে পাখী
মনের বাঁধন কিভাবে রাখি,
মন যে আমার শাসনছাড়া,
যাক না হয়ে দিশেহারা।
স্বচ্ছস্রোতা স্বতঃসলিলা
তোমায় নিয়ে মনের খেলা,
শীতল ধারায় মুখ ডুবিয়ে
তোমার বুকে মুখ লুকিয়ে-
হায় রে যদি পেতাম খুজে
মনের মাতন আসত বুজে।