আমার স্বপ্ন আমি সমুদ্র হব,
বিশাল ব্যাপ্তিতে আমি দু হাত ছড়িয়ে রইবো অপেক্ষায় আলিঙ্গনের-
কখন তুমি আসবে নদী
নিজের বেগে পড়তে ঝাপিয়ে আমার বুকের পরে?
দুলকি চালের জাহাজ যখন
ভাসবে আমার বুকের পড়ে
কলকলিয়ে হাসবে তুমি সঙ্গমের ওপাড় হতে ,
ভাসিয়ে নিয়ে দুকুল তোমার
করব আমি জব্দ তোমায়।
ঝড়ের মাতন মাতাল করে
যেই না ওঠায় ঢেঊএর দোলা ,
হঠাত ভুলে চঞ্চলতা চপল নদী মুখটি লুকোয়
আমার বুকে আঁকড়ে ধরে
ভয়ের ভাবের আসন ছেড়ে ।
পাহাড় হতে সেই যে তুমি
আসছ ছুটে নাচের তালে-
ভাসিয়ে নিয়ে দুকুল তোমার
আসলে ধেয়ে আমার পানে,
দুহাত দিয়ে আলিঙ্গনে
পড়লে বাঁধা আমার পাশে ।
তোমায় দেখে আমার মনে
ওঠে যে জোয়ার সবই বোঝ-
তাইতো আমি কাজের মাঝে
হাওয়ার মুখে পাঠাই চিঠি
সব ফেলে তুই আয় না ছুটে
সুনামি যে ভাই যাচ্ছে ঘটে।
নদী তোমার আপন রূপে-
করলে মাতাল সাগরটারে
এবার বলো পালাবে কোথায়
ছাড়িয়ে বাঁধন আমার হাতের ,
কেউ কি কখনো এমন করে
ডেকেছে তোমায় আপন করে?