পাহাড়ী ঝর্ণার ঝিরঝিরে স্বরের হাসির শব্দ আমি শুনেছি,
পাইন বনের হাওয়া শিসের শব্দ আমায় মাতাল করে-
নিস্তব্ধ ভিজে রাতের জ্যোত্স্নার হাতছানি আমায় ডেকে নিয়ে যায় ইশারায়,
মনের ইচ্ছেমাখা নুড়ি আমি কুড়িয়ে ফিরি তোমার ধারে।
তোমার অভিবাস এক নীরব অতল গভীরতায় ,
নৃত্যের তালে তালে ছুটে যাওয়া তুমি এঁকে দিয়ে যাও আল্পনা-
খুঁজে ফিরি তারে শয়নে স্বপনে গোপনে গভীরে,
তুমি রইবে নীরবে অন্তরে মম নিজগুণে উদ্ভাসিত ।
প্রকৃতির ছায়াঘেরা দুরন্ত স্পন্দন তুমি-
জীবনের ঢাল বেয়ে বয়ে চলো নিয়ে স্মৃতিভার,
পথ্চারী মৃদু হেসে শুধু শুধায় যে দিকহীন গন্তব্যের দিশা -
বুকে নিয়ে বয়ে চলা একরাশ ভালোলাগা মোর ।