আমি আজ যেন নির্জন বরফঘেরা পর্বত শিখর -
হাওয়ার অশরীরি শব্দের মাঝে অবুঝ নৈঃশব্দ আমায় মুগ্ধ করে,
অসমসাহসী অতিমানবের দুর্নিবার পদক্ষেপে জেগে ওঠে আমার আত্মা,
কঠিন বরফের ধুসর শ্বেতাভ শৈত্য আমার জীবনের নিত্যতা,
সবুজ পৃথিবীর শরীরি ঐশ্বর্য্য আমায় হাতছানি দেয় নৈকট্যের,
কখনো ধ্বংসের নৃত্যলীলায় ভাসিয়ে নিয়ে যাই নিম্নগামী অবাধ্যতায়-
আমার অজেয় ঔদ্ধ্বত্ত আলিঙ্গন করে নীল নীলিমার সীমাহীন চপলতাকে,
আমায় শাসন করে দুর্জেয় দুঃসাহসী বিদ্যুতের সশব্দ ঝঙ্কার -
আমায় অভিবাদন করে আকাশপথের যাত্রী সশঙ্ক শ্রদ্ধায়,
আমার অতিজাগতিক সৌন্দর্য্য মুগ্ধ চোখে দেখে সুদুর পিয়াসী সেই চোখ,
আমার একাকীত্বের সঙ্গী  মুঠিভরা তুষারকণিকার অঞ্জলী,
আমার সুদূর নিকটের সাথী ধুসর নির্জন শিখর সমষ্টি,
আমার রহস্যের ছায়াঘেরা অস্তিত্ব অজেয় সাহসীর জীবন পাথেয়-
আমার অস্তিত্বের হাহাকারে মিলে গেছে আমার সুকঠিন আত্মদহন,
দুর্বার ইচ্ছের প্রবল কম্পনে আমার  সুগভীর অহ্ঙ্কার আপন করে নেয় অদৃশ্য স্থিতিশীলতা,
সুপ্রিয় পৃথিবীর গতিশীলতার মাঝে আমার অনড়তা এনে দেয় বৈশিষ্ট্যের সম্মান,
আমি আজ যেন নির্জন বরফঘেরা এক পর্বত  শিখর।