রাজকুমারী জানালো,
আমায় লেগেছে ভালো।
তাতে আমার কী?
আমি তার খাই না পরি।


আমায় নিয়ে রঙ্গমঞ্চ;
একবার বলবে কালো
আবার বলবে ভালো
কী এক আহামরি।


নীচ জাতি বলে
দিয়েছিল ঠেলি,
সওদাগরি করি
কিনেছি রাজ্যখানি,
কই গেল জমিদারি
যত সব অহংকারী।


এবার বুঝেছে ঠেলা
হারিয়েছে  ভেলা
তাই গিয়ে বলি-
কী রাজকুমারী,
ভালো লাগল বুঝি!
কেন এই মতি
কী হলো দুর্গতি।


কী হলো আপনার
বলুন আমায় এবার,
বলবেন না?
হাঃ হাঃ শুনতেও চাই না।