আমার সারা অঙ্গে আঁকো আলপনা, তোমার বাধন ভাঙ্গা উচ্ছ্বাসে।


বুকের উপর কান পাতো, ঝিক ঝিক, ঝিক ঝিক, শব্দ
ভাবছ, এ কেমন, এ কীসের শব্দ, কল্পনার আলোকে!
আবারও কান পাতো, এবার, শাঁ শাঁ, শাঁ শাঁ, শব্দ
তুমি তো অস্থির, কিছুই তুমি বুঝলে না।


আচ্ছা এবার, কান না পেতে, আমার উন্নত বক্ষ দেখো
কী দেখলে, যা দেখলে তা নয়, চোখ বন্ধ করো
এবার দেখো, আকাশ কিংবা বাতাস, কুল কুল ধ্বনি।
তুমি দিশে হারিয়ে ফেলছ, বাদ দাও, অংকনে মন দাও


কিসের ছবি আঁকবে তুমি, এই ধরো নদীর
একটি নদী একা আমার বুকে, এই যে কুল কুল, কুল কুল ধ্বনি।
নদীর বুকে বাতাস, শাঁ শাঁ, শাঁ শাঁ, শব্দ, তুমি না শুনলে!
একটি সেতু আর ট্রেন, ঝিক ঝিক, ঝিক ঝিক, নদীর উপর।।


মেয়েটির শরীর আর ছেলেটির বিস্ময়, সারা রাত, সারা বছর
অসমাপ্তির কবিতা ছুটে চলে পৃথিবীর প্রেমিক প্রেমিকার ।