প্রভাত হলে ও এখনো জমে আছে ঘোর কুয়াশা !
আলোর মাঝে ও এখনো আঁধারের অমানিশা !
এখনো রাত্রি সাজে দিনের আলোর মাঝে !
এখনো সুর্য ওঠার নেই তো দিশা নেই তো দিশা !


এখনো দুষ্ট লোকে সমাজে নেতা সাজে মিথ্যার দলে করো তালি  !
জুলমের কারাগারে সত্য কেদে মরে সত্যে লিখতে ফুরায় কলমের কালি !
এখনো সত্য বলার লোক চেয়ে থাকে অপলক
সত্য বলতে মুখে নেই ভাষা !


এখনো চোরের মুখে শুনি ধর্মের বাণী যা সে নিজেই মানে না !
মুখে দাড়ি বড় টুপি ঘুস নেয় চুপিচুপি মসজিদে  প্রথম কাতার ছাড়া বসে না !
সে প্রতি হিং সায় জলে কারো ভালো দেখলে
তার দু'চোখ জুরে আঁধারের নিশা   !


তারিখ-১২/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়