কুকুরের বিষ দাঁত
মোঃ তবিবুর রহমান হৃদয়


যদি দেখো কুকুর আসছে তেঁড়ে
তোমার পায়ে কামড়াতে !
কোমর জুড়ে করলে আঘাত পাবে
না  হুশ দৌড়াতে  !
ঘ্যাউ ঘ্যাউ করে ছুটবে কুকুর পড়বে
দুরে গিয়ে !
তোমার কাছে আসবে না আর দেখবে
চেয়ে চেয়ে!


ভাববে তখন এই বুঝি রে ভাঙলো
আমার কোমড় !
না বুঝিয়া দুর্বল ভেবে কেন যে
দিতে গেলাম কামড়!
সাত জনমের শিক্ষা পাবে রাখবে
তোমায় মনে প্রাণে  !
তোমায় দেখে লেজ গুটিয়ে সালাম
করবে ক্ষণেক্ষণে !


তোমায় দেখে আর কখনো কবরে
না ঘ্যাউ ঘ্যাউ!
বিড়াল ছানার মতো তোমার পাশে
করবে ম্যাও ম্যাও !
এই দুনিয়াটা শক্তের জন্য নরম
লোকের জন্য নয়!
নরম পাইলে দেখে তারে লুঙ্গী
ডেন্স দেয় !


কেইবা গাহে জারি সারি কেউবা
ভাটিয়ালি !
কেউবা বাজায় তবলা,গিটার ঢোল
কাওয়ালী !
কবি বলে কুকুরকে কামড়ানো মানুষের
শোভা নাহি পায়!
আমি বলি কামড়ানো না যাক কিন্তু
কুকুরের বিষ দাঁত ভেঙে দেয়া যায়!


তারিখ-২৩/০৩/২০২৩
গাজীপুর,ঢাকা