লজ্জা এবং পর্দা
মোঃ তবিবুর রাহমান হৃদয়
তারিখ-০১/০৩/২০২৩


লজ্জা হলো নারীর ভূষণ পর্দা হলো ঢাল !
বেপর্দা নারীরা হলো ডিঙি নৌকার পাল !
উজানি ভাটানি বায়ে নায়ের বাদাম নড়ে !
সসমুদ্রে উঠিলে জোঁয়ার হাবুডুবু করে !


লজ্জা হলো ঈমানের অংশ চল্লিশ ভাগের একরাশ!
লজ্জা এবং ঈমান একটি অপরটির পাশে
করে বসবাস!
লজ্জার মত মমিনের আরেকটি গুন তা হলো নারীর পর্দা!
পর্দানশীল নারীকে ইসলাম দিয়েছে অধিক সম্মান মর্যাদা !


হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক সতীত্ব; ইজ্জত আবরুর রক্ষাকবচ!
পর্দা নারীর চারিত্রিক গঠন অশ্লীলতা ব্যাভিচার
নিরসন; নামাজ রোযা হজ্জ যাকাতের মত ফরয!


পর্দাহীনতার কারণে অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা অপকর্মের হয় সূচনা!
ইভটিজিং ধর্ষণ যৌন চারিতা এবং সন্ত্রাস নানাবিধ অঘটনীয় কাজের হয় রচনা !


লজ্জাবতী নারী যেন দীঘির নীল পদ্মফুল !
ভোরের আকাশে শীতল পরশে মৃদু বায়ে খায় দোল!
লজ্জাবতী নারী লজ্জাবতী গাছের মত নিজেকে রাখে বুঁজে!
মুক্তোর মত ঝিনুকের মাঝে সর্বদা থাকে লুকে!


মাকাল ফলের ভিতর কালো বাহিরটা বেশ লাল!
তাইতো তার ঠাই মিলেনা মেজবানিতে দুঃখ চিরকাল !


লজ্জা এবং পর্দায় মানুষ হয়ে উঠে সুন্দর অনাবিল শালিন সৎ চরিত্র বান !
যার লজ্জা নাই তার আত্ম উপলব্ধি তথা আত্ম শ্রদ্ধা কম আর লজ্জাহীন মানুষ পশুর সমান।