প্রিয়জন
মোঃ তবিবুর রহমান হৃদয়


আমি কি তোর প্রিয়জন ছিলাম !
না কি শুধুই প্রয়োজন ছিলাম !
তোর দুঃখে দুঃখী ছিলাম !! ছিলাম সারাক্ষণ !
আমার দুঃখের সময় রে তুই হইলিনা আপন !
আজ বুঝিলাম সার্থ ছাড়া শুন্য এ জীবন !


যতই বাধা আসুক তবু হইবি না তুই পর !
ভাঙ্গ বিনা তুই  বালুচরে দুঃখ সুখের ঘর !
রে দুঃখ সুখের ঘর  !
আসলে তুফান রুখবি হাতে জীবন নদীর
আঁকে বাঁকে এই তো ছিলো পণ !
আমার দুঃখের সময় রে তুই হইলিনা আপন !
আজ বুঝিলাম সার্থ ছাড়া শুন্য এ জীবন !


এই বুকেতে থাকবিরে তুই হইয়া নদীর জ্বল !
ভাঙ্গনা যতই বুকের জমিন কইরারে তুই ছল !
রে কইরারে তুই ছল !
থাকবি তবু সকাল সাজে, আমার দুঃখ
সুখের মাঝে হইয়া আপনজন !
আমার দুঃখের সময় রে তুই হইলিনা আপন !
আজ বুঝিলাম সার্থ ছাড়া শুন্য এ জীবন !


তারিখ-২১/০১/২০২৩