বাঁশ বাগানের পুকুর মাঝে যেন চাঁদের জোছনা ভাসে
তাই দেখে আজ খোকা নাচে ফোকলা দাঁতে হাসে!
শাপলা ভাসে জোছনা হাসে দীঘল দীঘির জলে
ফুলে ফুলে ভোঁমর দোলে দক্ষিণা বাতাসে!


সবুজ মাঠে ক্লান্ত ক্ষনে মন ছুটে যায় সুরের তানে!!
দোয়েল প্যাঁচা গাছে গাছে নাচে নিবির প্রাণে!!
মৌমাছির ঝাক ফুলো বনে ছুটে চলে মধু আহরণে
গান গেয়ে যায় গুনগুনিয়ে মনের আবেসে!


পুকুর পারে কদম তলে জোঁনাই পোকা জলে নিভে
হুতুম ঘুমায় কদম ডালে বাদুর গাছে ঝোলে!
খোকা ডাকে চাদঁকে কাছে টিপ দিয়ে যা কপাল মাঝে!
চাঁদের বুড়ির গল্প শুনে মায়ের কোলে খোকার ঘুম যে আসে!


শীতের সকাল নদীর বাঁকে মাছ ধরিয়ে ঝাকেঝাকে
খোকা নাচে খলশে হাসে খোকার নাচন দেখে!
খোকা আমার রাখাল ছেলে বাজায় বাশি গাছের তলে!
সারাটা গ্রাম সুরে মেখে খোকার প্রেমে ভাসে!


তারিখ-০৩/১০/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়