রঙ মাখা এই মৌ বোণ-(ফাল্গুন)
মোঃ তবিবুর রহমান হৃদয়
তারিখ-০২/০৩/২০২৩


রঙ মাখা এই মৌ বোণ দেখতে যেন যৌবন
ফুলে ফুলে নীল ভোমরা দোলে সারাক্ষণ !
ফাল্গুনের রঙে রঙ্গীন আজ বুঝি রে এই দিন
ফুলে ফলে দোলে অলি করে যে ভনভন !


মাঘের শেষে বসন্ত আসে সাজিয়ে ফুলের ডালা
উদাস দুপুর রঙতুলি আর গাঁথি ফুলের মালা !  
দক্ষিণা হাওয়ায় পেঠোপথে উড়িয়ে এলো চুল
এঁকে বেঁকে চলে কন্যা খোঁপায় রাঙা ফুল !


ফাল্গুনের কোলে রোদ্দুর হাসে ধূসর পথ ঘাট
ঝিরঝির বৃষ্টি জাগলো সারা সৃষ্টি হাসে
সবুজ মাঠ !
শিউলি,শিমুল,পলাশ ফোটে কৃষ্ণচূড়ার ডালে
রং বেরঙের প্রজাপতি উড়ে রঙ্গীন পাখা মেলে!


ভোরের শিশির কণা আলতো পরশ ছাওয়া
প্রাণেপ্রানে দোল দিয়ে যায় দক্ষিণা মৃদু হাওয়া!
বসন্তের এই সমীরনে কত যে স্মৃতি পড়ে মনে
ক্লান্ত পথিকের মনে ব্যাকুলতা ক্ষনক্ষনে অগ্নি ঝরা এই ফাল্গুনে !