শবে ই-বরাত
মোঃ তবিবুর রহমান হৃদয়
তারিখ-০৭/০৩/২০২৩


বিধাতা দিয়েছে ধরণীর তটে
ক্ষমার কিছুু রাত
তার মধ্যে অন্যতম একটি রজনি
হলো শবে বরাত !
এই রাতে প্রভু প্রথম আসমানে
এসে বলে বান্দারে !
কে আছো দুঃস্ব অভাব গ্রহর্স্থ
পানাহ চাও মোর তরে !


কে আছো অতি পাপিতাপি ক্ষমা
চাও দু'টি হাত তুলে
রহমের দ্বার রেখেছি খুলে ঝুকে পরো
মোর অসিম তলে  !
কে চাও সস্তি গুনাহ মাফ রোগ মুক্তি
ঘুম থেকে উঠো খোলো দু'টি আঁখি !
ক্ষমার ভাণ্ডার নিয়ে ডেকে যাই
রাত আর নেই বেশি বাকি!


পাহাড় পরিমাণ গুনাহ করে যদি ক্ষমা
চাও মোর তরে!
আমি যে রহিম রহমান গফুর কি করে
দেবো তোমায় ফিরে!
কত ভালবেসে মনের মাধুরী মিশে
করেছি সৃষ্টি বান্দাহ তোমারে !
আজ কি করে থাকো ভুলিয়া মোরে
ক্ষণিকের মহে পরে !