আনহেরা তো ভালাই আছুইন!
আমরার মত গরিবের টেহা মাইরা মাইরা
দামি দামি গাড়ি তে ঘুরুইন...
আমারারে তো অহন চিনতাইন না
ভোটের সময় টিকি চিনুইন
আমি সমিরন বিবি, বাপমরা গেদা গেদা
চার পোলাপানের মা
ময়মনসিংহের গৌরীপুরে একবারে শেষ
গেরামডায় আমার বাড়ি।
আনহেরা তো ভালাই আছুইন,
কালা টেহার পাহাড় বানাইয়া
হেই টেহা দিয়া এসি রুমো হোইত্তা হোইত্তা
সিগারেট মদ হুইস্কি আর মাইয়া মানুষ লইয়া
আনহেরা তো ভালাই আছুইন।
আর আমরা?
আমারা চাউল কিননা খাই সত্তর টেহা কেজি
তেল দুইশ টেহা ডাইল দেড়শ,
আর কিতা কিতা কইতাম
কোন জিনিসের দামটা কম আছে কইন দেহি?
বাজারে সব জিনিসের দাম আগুন।
দুইলা চাউল যদি ভিক্ষা কইরা আনি
তেল পেঁয়াজের অভাবে রাইন্ধা খাওনের জোর নাই
মাছ-গুস্ত তো এহন চোখেই দেহিনা
আমার বাপ মারা এতিম ছেরাডা
কত কান্দে গুস্ত গুস্ত কইরা।
আনহেরা তো ভালাই আছুইন!
হুনছি টেহা পয়সা নাকি সব বিদেশে পাচার কইরা
বউ-বাচ্চা বিদেশেই রাখছুইন
আর আমরা এক বেলা খাওনের লাইগা
সারাদিন গতর কাটি।
আমরা গরীব মানুষ না খাইতে পাইয়া মরি;
কিন্তু মনে রাহুইন যে সময় আমরাও আইবো,
ভোটের সময় আমরার কাছে আহন লাগবো
হেই দিন কইয়াম নে...
দিন একদিন বদলাইবো আমরা হেই অপেক্ষায় আছি।


(কবিতাটি ময়মনসিংহের আঞ্চলিক ভাষার লেখা)