আজকে কঠিন সংক্রামক যে ছোঁয়াচে রোগে
পৃথিবী পৃষ্ঠ ভুগছে নিত্যই ভাই একযোগে,
বলে যাই আমি অল্প তারই  কিছু
বিরূপ প্রকৃতি তাইতো নিয়েছে পিছু।
আজ যে অতিই আধুনিকতার ঐ করাল গ্রাসে
পৃথিবী ময়  বিষাক্ত গ্যাস  উড়ছে বাতাসে।
একদা যেথায়  ছিল সবুজের ছায়া সুনিবিড়
হেথায় আজকে ধুলায় ধোঁয়ায় হয় অস্থির।
একদা যেথায় বনের পাখিরা ধরত যে গান
আজকে তাদের বেঁচে থাকা দায়; ওষ্ঠাগত প্রাণ।
যেথা একদিন ভরা ছিল ডাল, শাক, আর ধানে
সেখানে উঠছে যে কংক্রিটের দালান যতনে।
যেথা ছিল ফুল, ফল, লতা-পাতায়, সবুজে ঘেরা
শহরে ভাবের করাল পিষ্টে  সব আজ মরা।
একদিন যেথা গ্রাম্য বালিকা বুনত নকশী কাঁথা
আজকে হেথায় আকাশচুম্বী ভবন তুলেছে মাথা।
উঠানের কোণে বন ফুল হেসে হত কুটিকুটি
আজকে হেথায় আছে শুধু এক টিউলিপ ফুটি।
দূর্বা ঘাসের বিছানা আর যায়  না তো দেখা
পিচ ঢালা পথ আজকে হেথায় মেলেছে যে পাখা।
স্বপনের মতো হারিয়েই গেছে  সবুজে সে মুখ
আট্টালিকার চাপে মরে গেছে কুটিরের সুখ।।