বসন্তেরই মধ্যরাতে
উদ্দাম দখিনা সমীরণ
বৈশাখের ঝঞ্ঝা মত ঢুকে পড়ে
আমার মনের আনাচে কানাচে -
যেন সে জানিয়ে দিতে চায়
কোন একদিন তোমার ঐ
জবার মতো চোখের রাঙা চাহনিতে
পালতোলা নৌকার মতন
আমি কম্পমান হতাম।
তোমার প্রেমের প্রলয় এসে
ধ্বংস করে দিত আমার ভেতর
আমার বাহির আমার সব।
মনে পড়ে এই বসন্তের দিনে
বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া
গাছের তলে প্রথম আগুন ঝরা
চুম্বন একে দিয়ে ছিলে
আমার কপালে,
আর আমি শুধু
মাতালের মত
তাকিয়ে ছিলাম তোমারই দিকে।


আজও বসন্ত আসে
কৃষ্ণচূড়ার ডালে ডালে
লাল লাল ফুলে ভরে যায়।
আজও বসন্ত আসে
কোকিল ডাকে, শিমুল ফোটে
পলাশ ফোটে, আমের মুকুলের ঘ্রাণে
ভ্রামর গুনগুনিয়ে গান গায়।
আজও বসন্ত আসে
দক্ষিণা সমীরে বন ফুলেরই গন্ধে
ভরে যায় আকাশ বাতাস;
শুধু এই বসন্তের দিনে
তুমি নেই পাশে।।