ফেলে আসা দিনগুলি আমাকে ভাসিয়ে নিয়ে যায়..
কলেজের মাঠে মুখোমুখি বসে থাকা,
তোমার শরীরে স্নিগ্ধ ঘ্রাণ,
মাথার উপরে ছোট ছোট দেবদারু চারা গাছ
আর পায়ের নিচে গুল্ম ঘাস।।


পৃথিবীর ঘূর্ণাবর্তে বেড়েছে সময় এর বয়স;
ছোট চারা গাছ গুলি এখন হয়েছে মহীরুহ
তোমারও বেড়েছে শরীরের মেদ-ভাঁজ,
সালোয়ার-কামিজ ছেড়ে শাড়ি..  
আর আমি এখন ভীষণ ব্যস্ত,
মুখ ভর্তি দাড়ি।।


আজও আমি যখনই হেটে যাই
কলেজ মাঠের ধার ঘেঁষে..
একটা চেনা ঘ্রাণ যেন আমাকে আজো পথ আটকায়।।


আমি আজো যেন খুঁজে ফিরি..
সেই মাঠ, সেই চেনা ঘ্রাণ,
সালোয়ার-কামিজ পড়া সেই বালিকা,
সেই গুল্ম ঘাস,
এবং সেই তোমাকে।।


Let me find you today


- Obiruddah Mahmoud


The days gone by take me away ..
Sitting face to face on the college field,
The scent of your body,
Small fir trees above the head
And the grass under the feet.


The age of time has increased in the rotation of the earth;
Small saplings have now become mahiruh
You too have increased body fat,
Leaving salwar-kameez and sari ..
And I'm very busy now,
Beard full of face.


Even today I walk whenever I can
Adjacent to the college grounds ..
A familiar scent seems to still block my path.


I still want to find out ..
That field, that familiar scent,
The girl in the salwar-kameez,
That shrub,
And that to you.