এক ফোঁটা জ্যোৎস্নার মৃত্যু আমি দেখেছি
অভেদ্য কারাগারে অমাবস্যা আকাশ
নিজেকে ভুলেছি স্বপ্ন, প্রেম, অভ্যাসের বেদনায়
মহা শূন্যে গভীরে দীর্ঘ হয় চাঁদের পরিহাস।।


ব্রহ্ম জালে দেখেছি সফেন সমুদ্রে জ্যোৎস্নার খেলা  
ক্লান্তি-প্রেম বুকে নিয়ে চাঁদের অমৃত অপচয়
বেদনার গায়ে নীল চাদর, আলোর বিপরীতেই আঁধার
এক ফোঁটা সাদা জ্যোৎস্নার চোখেও দেখেছি করুণ মৃত্যু ভয়।।


আহত নিশীথে জাগতে গিয়ে দম বন্ধ হয় যে জোছনার
অশ্রু ঝরে নীল চাঁদে, তবু হয় কি জগতে সম অধিকার?
বাতাসে আজ জ্যোৎস্নার সমাধিতে যেন সমবেত হাহাকার
এক ফোঁটা জোছনার মৃত্যু রস চুষে খায় উড়ন্ত গণ্ডার।।