এক ফোঁটা জ্যোৎস্নার হাহাকার যেন দেখছি আমি
ক্ষুধা তৃষ্ণার জ্বালায় সমস্ত পৃথিবী জুড়েই কান্নার রোল
একাকীত্ব বরণ করে বাঁচার তীব্র নিঃশ্বাস নেয় উদাসী চাঁদ
সভ্যতা অস্তিত্বে অবিরত হুল ফুটায় বিষাক্ত ভিমরুল  
পথ ভ্রষ্ট আজ আহত মস্তকে মুমূর্ষু মুকুটের ললাট ।।


এক ফোঁটা জ্যোৎস্নার হাহাকার যেন দেখছি আমি
অনন্ত আঁধারেই জ্যোৎস্নার ললিত লাবণ্য পুড়ে ছাই হয়
তীব্র অমাবস্যা নিঃশ্বাসে হয় আহত কৌমুদীর মৃত্যু দিন
অথৈ আধারের প্লাবনে দেখেছি জোছনার অবিরত ক্ষয়
চাঁদমালার বৃষ্টিতেও এসিড ঢেলে দেয় জল রঙ ফড়িং।।


এক ফোঁটা জ্যোৎস্নার হাহাকার যেন দেখছি আমি
ধূসর লালে ডেকে যাচ্ছে আকাশ নীলে সাদা কালো
মেঘের ভেতরে হারায় একফালি রক্তমাখা চাঁদ,
রুগ্ন ভগ্ন মায়াজালে বিলুপ্ত হয় নিঃস্ব যুগান্তরের আলো
বিধাতায় জানে মেঘ সরিয়ে আসবে কবে আলোর প্রভাত।।


ভয় নেই, এক ফোঁটা জ্যোৎস্নার হাহাকার হবেই শেষ
চাঁদ যেন ফিরে আসতেই হবে জ্যোৎস্নার যে প্রেমিক হৃদয়
পূর্ণিমায় পুলক সঙ্গমে ফুলে জন্ম নেবে আলো রঙিন
কোলাহলে হবে আলোর সম্ভাষণ, জয় হবে একদিন নিশ্চয়  
অনন্ত আলোক রশ্মি প্রণয়েই ভস্ম হবে পৃথিবীর ঋণ।।