একটি মেয়ের সাথে দেখা হয়েছিল
সেই কবেকার কথা;
দূরের থেকে কেবল একবার আমারই দিকে
তাকিয়ে ছিল; তবুও যে হৃদয়ে বেজেছিল ব্যথা।
মনে হয় হৃদয়ের চোখে আমাকে নিবিষ্ট করে
বাস্তবতা থেকে দূরে মৃত্যুর নিস্তব্ধ অন্ধকারে
আমার অজ্ঞান মন ঘুরেছে কেবল অজ্ঞান শরীরে
আলো ছায়া এসে পড়ে ছিল এই মনের ভিতরে।
হাজার বছর আগে যেন হারিয়ে ছিলাম সব
আজও তবু কেন অসীম আলোর মতো করছি অনুভব?