যদি চাই অনেক কিছু, একটু হলেও দিও
নাই বা দিলে আশীর্বাদের ঝাঁপি খুলে
ভালো থাকিস, এই টুকু শুধু বলিও।


যদি চাই মহা সাগরের জল
ছোট পুকুরটা হলেও দিও,
ফিরিয়ে দিও না একেবারে নিষ্ফল।


যদি চাই আকাশের ওই চাঁদ
কুপি বাতি টা হলেও দিও,
ফিরিয়ে দিও না এক বারে খালি হাত।


যদি চাই আমাজনের গহীন অরণ্য
বাড়ির পাশের ছোট ঝোপটা হলেও দিও,
ফিরিয়ে দিও না একেবারে শূন্য।


যদি চাই হিমালয় স্পর্শে হতে সিক্ত
ছোট মাটির ডিবি টা হলেও দিও,
ফিরিয়ে দিও না একেবারে রিক্ত।


যদি চাই হৃদয়-উষ্ণতা, ভালবাসায়
স্নেহের ঐ উত্তাপ টুকু হলেও দিও,
ফিরিয়ে দিওনা এক বারে নিরাশায়।।