রাত যখন নিঝুম, আমি একা চেয়ে থাকি শুধু
দূর গগনে সোনালী নক্ষত্রের পানে;
রাত্রি শেষে সকালের রৌদ্র ওঠে চিলের ডানায়
আমার বুকের কষ্ট তোমার বিহনে-
তবুও বেড়ে চলেছে; কান্না ভেজা মেঘের দুপুরে
বৃষ্টির কান্নার সুরে কেন মনে আসে-
তোমার মুখের ছবি? আমার হৃদয়ে নীল রঙ
হয়ে ভেসে ভেসে যায় গোধূলি আকাশে।


তোমার বিহনে আজ আমার হৃদয় দগ্ধ হয়
তবুও আঘাতে আঘাতে দিয়েছ যাতনা;
আমার হৃদয় চিরে আজও সর্বস্বতা হারায়
প্রেমের অপূর্ব শিশু; আরক্ত বাসনা।


আমার উদ্বেল হৃদি মাঝে একদিন তুমি ছিলে
হলুদ রঙের শাড়ী, রূপের মাধুরী,
তোমার সূর্য শরীর, অরূপ শর্বরী,
ছড়িয়ে ছিল আমার হৃদয়ের রৌদ্র কোলাহলে।
আজ তুমি বহু দূরে সোনালী এক স্বপ্নে বিভোর,
আমার চোখে শ্রাবণ ঝরে বারো মাস
তুমি আছো মহা সুখে রানীর মতই  
আমার বুকে আজও নীল নাভিশ্বাস।