আমার ছোট্ট সোনামণি
দুরন্ত সে অতি
ফুলে ফুলে উড়ে যেমন
রঙিন প্রজাপতি।
প্রথম ফোঁটা গোলাপ যেমন
ফোঁটে ফুলের বনে
ফুলঝুরি তার মুখে ফোঁটে
তার কথার গুঞ্জনে।
বসন্তের ওই কোকিল যেমন
ডাকে মধুর সুরে
তার অস্পষ্ট বুলিও তেমন
কোকিল কণ্ঠে ঝরে।
মা যে তারে ধরতে নারে
ঘরের বাঁধন দিয়ে
পাখির মত উড়ে বেড়ায়
পাখির সঙ্গী হয়ে।
নদী, সাগর ভাসায় যেমন
বর্ষা মেঘের জল
সবার মন যে ভাসায় সুখে
এমনি সে চঞ্চল।
চাঁদ টা নাকি মামা হয় তার
চাঁদের সাথে খেলে
পাখির সাথেও কথা বলে
পাখির দেখা পেলে।
সিংহ, হাতি, বানর, কুমির
সব নাকি তার সাথী
সবাইকে সে ভয়ে তাড়ায়
ফোলায় বুকের ছাতি।
পাঊষ রবির হাসি যেমন
আকাশ জুড়ে ভাসে
কথায় কথায় অকারণে
তেমনি করে হাসে।
ফুলের মতো তার ঐ হাসি
ভরায় সবার মন
দুষ্ট লোকও তার হাসিতে
হয় যে আপনজন।