যখন আমার নিঃশ্বাসের পাখি উড়ে যাবে
সুগন্ধি শিশি মাখিয়ে দেবে
তোমাদের হাতে হাতে
আতরের উষ্ণ ঘ্রাণ;
তখন আমার ভেতরটা খুলে দেখো
পাবে কিছু……..
শেওলা জলের গন্ধ
কিছু কৃষ্ণ কাদা মাটি
ধান ক্ষেতের ফসলী ভূমি
শ্বেত গাভীর ওলান।।


পাবে কিছু বৃষ্টির ফোঁটায়
পাতা-ঝরা শব্দ
চৈত্রের দিনে একটি কাঠ ফাটা মাঠ
কিছু শুকনো পাতা, আগুন
কিছু অবহেলিত সময়
কিছু ভুলে যাওয়া স্মৃতি
কিছু দুঃখ, কিছু সুখ
কিছু পাপ, কিছু পুণ্য  
কিছু অবসর, কিছু ব্যস্ততায়-
একটি অজানা রমণীর মুখচ্ছবি
কিছু  অ-সফল  কবিতার পঙক্তি মালা
নিষ্ফলা নির্মাণ।।


তার পর আমার শব দেহের সাথে
রেখে দেবে সব কিছু…
মাটির ভিতরে-
বহুকাল,
এবং অতঃপর কোন একদিন মুছে যাবে সব..
সমুদয় আদান-প্রদান।।