………………………………………………………..
আমি একটা দেব শিশুর কথা বলছি
যে শিশু জন্ম নিয়ে ছিল টুঙ্গিপাড়ায়,
আমি একটা কিশোরের কথা বলছি
যার হৃদয় ভরা ছিল মানুষের প্রতি মমতা;
আমি একটা যুবকের কথা বলছি
যে স্বপ্ন দেখত মুক্ত-স্বাধীন উড়ন্ত
পাখির চোখে নীল আকাশ।
আমি এক বীর পুরুষের কথা বলছি
যার তর্জনীর ইশারায় কোটি জনতার ঢল
জামায়াত হতো।
আমি একজন মহান কবির কথাই বলছি
যে জন্ম দিয়েছে অমর এক কাব্যের;
আমি একজন নেতার কথা বলছি
যার জীবনে প্রতিটি ক্ষণ
মানুষের জন্যেই উৎসর্গ করেছিল;
আমি একজন পিতার কথা বলছি
যে জন্ম দিয়েছিল নতুন একটা মানচিত্রের,
আমি একটা উজ্জ্বল নক্ষত্রের কথাই বলছি
যে নক্ষত্র জ্বলজ্বল করে
দীপ্তি ছড়াচ্ছে শত বছর ধরে।
আমি শেখ মুজিবরের কথা বলছি
যে বেঁচে থাকবে প্রতিটি হৃদয়ে
শত কোটি বছর ধরেই।।


-----------------------------------------
          ""মুজিব শতবর্ষ""