জানি একদিন দূরে চলে যাব আমি
বহুদূরে নক্ষত্রের তলে;
পাবে না আমাকে আর এই পৃথিবীর কোলাহলে
নীরবে হারাবো আমি অজানা অতলে;
পৃথিবীর সব আলো যাবে যেন থামি।।


আমাকে খুঁজতে তবু  জানি আসবে না তুমি আর
আমার ঘরে; যেখানে তুমিও কাটতে যে সাঁতার
আমার সাথে; জীবন নদী পাড়ি দিতে বারবার,
এখন এই নদীতে শুধুই আঁধার।।


আর আমি যদি বহু দূরে চলে যাই!
পৃথিবীর ধুলো মাটি ছেড়ে দূরে তারাতে হারাই,
তারপর আমি শুধু থাকবো যে চেয়ে-
ঝরবে কি এক ফোঁটা অশ্রুজল আর-
তোমার দু চোখ বেয়ে?