************************
চল না ঘুরে আসি আমার ছোট্ট গায়
ফুলে ফলে সাজানো যেথায় সবুজের ছায়ায়।
খল খল ধ্বনি তুলে দূর দিগন্ত ছাড়িয়া
ছোট তটিনী যেথায় গেছে গো চলিয়া,
হিজলের ডালে বসিয়া যেথায়
আপন মনে পাখিরা গান গেয়ে যায়,
চল না ঘুরে আসি আমার সেই গায়।
যেথায় নাচে হরিৎ টিয়া শিস দেয় ভোরের দোয়েল
অবিশ্রান্ত দুপুরের ঝলমলে রুদ্রে বিলে উড়ছে কোয়েল।
সবুজ শ্যামল মাঠে, দিগন্ত জোড়ায় ধানের ক্ষেত নিস্তব্ধ
বাতাসে দুলছে ধান, যেন জলের ঢেউ, বাতাসে ধানেরই শব্দ।
স্ব স্ব শুনতে শুনতে চলে যাবে বেলা
সন্ধ্যায় চলতে নির্জন মেঠো পথে একলা,
দেখবে ধবল পালকের বক উড়ছে, কাক চলে কা কা।
সন্ধ্যা শেষে রাত্রি নামে অন্ধকার ডাকা।
অবশেষে রাত্রের গভীরে দেহ রাখবে নরম বিছানায়।
ঘুমের ঘোরে ও স্বপ্ন দেখবে ঐ সবুজ শ্যামল মুখ।