মানুষের হৃদয়ের আজ রক্তাক্ত নদীর তীর
মানবতা আজ প্রায় শূন্য এই কাল পৃথিবীর।
ক্ষমতা যশের লোভে মরুভূমি হয়েছে হৃদয়  
মহা সরীসৃপের ছায়া পড়ে সূর্য হয়েছে ক্ষয়;
মাতৃকার মূল ভুলে হৃদয় ডোবে আদি আঁধারে
চারদিকে অন্ধ হিংসা; আগাতে আগাতে গ্লানি ঝরে।


মৃগতৃষ্ণার মতো ধাবমান আঁধার আর নয়
ক্ষমতা যশের মায়া কেটে সত্যে ভরুক হৃদয়,
এবার তবে আলোর মিছিলেই হোক গুঞ্জরন
মানবের তরে ভালোবাসা; জাগুক অসত্য মন।