কাঁচা মিঠা রোদ ধুলে লাল নীল ফুলে
প্রজাপতি কুড়ায় মধু আম্র মুকুলে;
শিমুল-পলাশ ডালে ডাকছে কোকিল
ফিঙে ওরে ঝিঙ্গে ফুলে করে কিলবিল,
গুঞ্জনে ছুটে অলি বন ফুলের গন্ধে
কৃষ্ণ চুড়ার ডালে দোয়েল নাচে ছন্দে,
দখিনা বাতাসে ফুলের ঘ্রাণে জুড়িয়ে যায় প্রাণ
গাছে গাছে পাখিরা সবাই গাইছে মধুর গান।
শুকনো পাতার প্রাণ-জুড়ে আজকে ঘূর্ণি দুরন্ত
সেজেছে আজ ঐ মহুল-পিয়াল, এসেছে বসন্ত।।