বেলা শেষে ফিরে যাবে সূর্যটা নতুন ঠিকানায়,
নতুন নামে নতুন সূর্য আসবে নতুন ভোর....
অনেকটা অযতনে পড়ে রবে কিছু স্মৃতি,
কিছু অস্পষ্ট আবেগ;
নল-খাগড়ার বন ছুঁয়ে আসা
তোমার আমার বুকে বেজে ওঠা কিছুটা মোহন সুর
তোমার চুলের বেণীর কামিনী ঘ্রাণ।।


হারাবে নীরবে
বাক্স বন্দী কিছু দীর্ঘশ্বাস
কিছুটা তিক্ততা, অতৃপ্ততা....
হিমেল কুয়াশা গ্রাস করে নেবে যত পুরাতন,
শুধু বেলা শেষে পড়ে রব,
আমি এক সুতো কাটা ঘুড়ি,
নতুন আর একটা বছর জানাবো স্বাগতম।।